
বাংলাপিডিয়ার নাম হয়তো আপনি শুনেছেন। যা বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ হিসেবে পরিচিত। এখানে রয়েছে বিষয়ভিত্তিক বাংলাদেশের বিভিন্ন বিষয়াদির ওপর অসংখ্য তথ্যসমৃদ্ধ প্রবন্ধ। যা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃত পরিচালিত।
Banglapdeia ওয়েবসাইটে আপনি এদের সকল রিসোর্স পাবেন। এদের Web Edition ছাড়াও CD Edition রয়েছে। আপনি চাইলে কম্পিউটার মার্কেটে খোঁজ নিয়ে সংগ্রহে রাখতে পারেন। অথবা আমার ব্যক্তিগত সংগ্রহশালা থেকে ISO ফাইল আকারে ডাউনলোড করে সিডিতে রাইট করে নিতে পারেন। একটি কথা বলা দরকার বাংলাপিডিয়া সিডি ছাড়া সরাসরি আপনি রান করতে পারবেন না। প্রথমে এটি সিডি থেকে রান হওয়ার জন্য কিছু রিসোর্স আপনার কম্পিউটারের হার্ডডিস্কে সেভ করে নিবে (শুধু প্রথমবার)। এরপর সিডি দিয়ে ডেস্কটপে থাকা আইকনে ডাবল ক্লিক করে রান করতে পারবেন। আপনি চাইলে সিডিতে রাইট না করে আপনার কম্পিউটারে ভার্চুয়াল সিডি/ডিভিডি ড্রাইভ তৈরি করে সরাসরি সেখান থেকে রান করাতে পারবেন। আমি রিকমেন্ড করবো ভার্চুয়াল সিডি/ডিভিডি ড্রাইভ তৈরি করে রান করতে। এতে করে আপনার সিডি/ডিভিডি ড্রাইভ বেশি দিন টিকবে। আর একটি কথা আমার সিডিটি ফ্রেব্রুয়ারি ২০০৮ এডিশন। চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিজ সংগ্রহে রাখতে পারেন।
আপনার কম্পিউটারে তৈরি করে নিন ভার্চুয়াল সিডি/ডিভিডি রম
২য় সিডিটি কি আপনার সংগ্রহে আছে? থাকলে একটু দিবেন প্লিজ। এভাবে পোস্ট আকারে দিলেও হয়।
ReplyDelete২০০৭ এডিশনের দ্বিতীয়খণ্ডটি আছে। পরবর্তীতে পোস্ট আপডেট করে ডাউনলোড লিংকটি যোগ করে দিবো। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
Deleteআপডেট করা হলো।
Deleteঅসংখ্য ধন্যবাদ।
Deleteশুভকামনা আপনার ও আপনার ব্লগের জন্য।
আপনাদের সামান্যতম উপকারে আসতে পারাই আমার সার্থকতা। দুঃখিত, দ্বিতীয় খণ্ডটি ২০০৮ এডিশন।
Delete